ভুঞাপুর বার্তা: ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Sunday, April 20, 2014

ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

 একাডেমিক ভবন নির্মাণের প্রতিশ্রুতি এমপির
 
ইব্রাহীম ভূঞা, : ভূঞাপুর পৌরস্থ পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার দুপুরে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন জনপ্রশাসন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি খন্দকার আসাদুজ্জামান এমপি। পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের গভার্নিং বডির সভাপতি জাকির হোসেন তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হেলালুজ্জামান সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম এ্যাডভোকেট, ইব্রাহীম খাঁন সরকারি কলেজের অধ্যক্ষ শওকত আলম, পৌর মেয়র মাস্দুুল হক মাসুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম তরফদার বাদল, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা অফিসার ডা. লুৎফর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আজাহারুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অফিসার আবু ওবায়েদ প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি খন্দকার আসাদুজ্জামান এমপি বরাবর শিক্ষক/ছাত্রী/অভিভাবকদের পক্ষ একটি একাডেমিক ভবন ও বিদ্যালয়টি জাতীয় করণের দাবি জানানো হয়। পরে এমপি তার বক্তব্যে একটি একাডেমিক ভবন নির্মাণের প্রতিশ্রুতি দেন। এমপি জানান অতি শিগ্রই বিদ্যালয়ে এক নতুন একটি একাডেমিক ভবন নির্মাণ করা হবে এবং পর্যায়ক্রমে স্কুল জাতীয়করণ করা হবে। এর আগে বিভিন্ন ক্যাটাগরিতে ছাত্রীদেও মাঝে পুরস্কার তুলে দেন এমপি। পরে বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করা হয়।
.



No comments:

Post a Comment